খুব সহজে আপনি বাসায় বসে (covid 19) ভ্যাকসিন নিতে পারবেন

আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই আপনি করোনা ভ্যাকসিন নিতে পারবেন বাসায় বসে থেকে। মাত্র 5 মিনিটে। আমার কথাগুলো মন দিয়ে পড়ুন এবং আমাকে অনুসরণ করুন।

নিচের এই লিংকটিতে ক্লিক করুন অথবা লিংকটি কপি করে যেকোন ব্রাউজারে সার্চ করুন!

https://surokkha.gov.bd/enroll

#এখানে আপনার ধরন অথবা পেশা নির্বাচন করুন।

#তারপর আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পরিচয় পত্রের নাম্বার এবং জন্মদিন নির্বাচন করুন।

আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং পরিচয় পত্র অনুযায়ী জন্ম নিবন্ধন ভালোভাবে দিবেন। তারপর নিচের দিকে আসেন এবং দেখতে পাবেন উপরে একটি কোড লেখা থাকবে সেটা ভালোভাবে নিচে ছকে লিখে, যাচাই করুন ট্যাবে ক্লিক করুন।

এখানে আপনার নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী রিফিল হয়ে যাবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই যে নাম্বার টা চালু থাকে সবসময় সেই ফোন নাম্বারটা দিবেন। তারপর দেখুন, এখানে কতগুলো রোগের কথা বলা আছে, যদি এগুলো আপনাদের থাকে তাহলে হ্য দিবেন, আর না থাকলে না দিবেন।

তারপর আপনার ঠিকানা দিবেন। অবশ্যই আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে ঠিকানা দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার দরকার নেই।

এখানে আপনি কোন জায়গা থেকে ভ্যাকসিন নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন।

তারপর, আমি শপথ করিয়া বলিতেছি যে, এই ঘরে টিক মার্ক দিন। এবং সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন।

তারপর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোনে একটা ওটিপি কোড যাবে। এবং সেই 6 সংখ্যার কোড টা এখানে দিয়ে দিন। এবং নিবন্ধন সম্পন্ন করুন বাটনে ক্লিক করুন।

আপনার নিবন্ধটির সম্পূর্ণ হয়েছে।

আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এক ঘণ্টার মধ্যে আপনার ফোনে একটি ম্যাসেজ যাবে, এবং আপনাকে বলা হবে যখন আপনি ভ্যাকসিন নিতে যাবেন তখন আপনার জাতীয় পরিচয় পত্র এবং ভ্যাকসিন কার্ড সাথে করে নিয়ে আসবেন।

#একইরকমভাবে নিচে ভ্যাকসিন কার্ড বাহির করার অপশন দেওয়া আছে। আপনারা মোবাইল থেকে বাহির করতে পারবেন এবং দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

যদি কেউ বেকসিন কার্ড বাহির করতে না পারেন তাহলে কমেন্ট করে বলবেন, আমি বলে দিব।

3 thoughts on “খুব সহজে আপনি বাসায় বসে (covid 19) ভ্যাকসিন নিতে পারবেন

Add yours

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started