~কিছু বলার নেই 😭
~মেয়েটি হয়তো বা কোনো এক প্রতারকের প্রতারণার স্বীকার !
যাই হোক আত্মহত্যা কোনো সমাধান নয়,ভুল করে ফেলছিস বোন।
ভালো থাকিস ওপারে 😢

##আমি একটা কথাই বলবো আমরা যুব সমাজ কি ভালো হতে পারি না।
এক হাতে কখনোই তালি বাজে না এইটা আমরা সবাই জানি।ভাই আপনার যদি এতোই x****করার ইচ্ছে থাকে আপনার গার্লফ্রেন্ড কে কেনো?? আপনি আপনার পরিবারকে বলেন বিয়ে করিয়ে দিতে। তাহলে বেঁচে যায় একটি প্রান বেঁচে যায় অনেক গুলো স্বপ্ন। একটু সুখের জন্য কেনো একটা পরিবারকে সারাজীবনের জন্য কান্না উপহার দেন???
##বোন তোমাদেরকে বলি ভালোবাসা কখনোই শারিরীক সম্পর্ক দিয়ে হয় না। যদি হয়, সেটা তোমার শরীরের উপর শারীরিক চাহিদা মিটানো। শারিরীক সম্পর্ক কখনোই টিকে থাকে না।
##বোন তোমাদেরকে আবারো বলছি, বার বার বলছি, ভালোবাসা টিকাতে গিয়ে কখনো শারীরিক সম্পর্কে জড়িও না, না, না। সে যদি এতোই তোমাকে ভালোবাসে তাহলে তোমার বয়ফ্রেন্ড কে বলো তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে।

##তুমি না হয় এক দিন দুই দিন তার সাথে শারিরীক সম্পর্কে জড়াবে তারপর কি হবে জানো..? বার বার তোমাকে ব্লাকমেল করবে, তুমি আমি তো s*** করবে.। ভুলবশত তুমি প্রেগনেন্ট হয়ে যেতে পারো। তখন দেখবে সবাই তোমাকে দোষ দিচ্ছে যেটা আমাদের সব সময় দেখা যায়। ছেলেটি তখন নিজের স্বার্থের কথাই বলবে, নিজেকে বাঁচানোর জন্য,,। তখন তুমি কান্না করবে বসে বসে তাকে ফোন দিয়ে বুঝাবা কি করবো সে বলবে বাচ্চা টা নষ্ট করে দাও।😭😭😭 কি দোষ করেছে বাচ্চা টা যে তোমরা একটু ভুলের জন্য যে কিনা দুনিয়া দেখার আগেই তাকে মেরে ফেলবে। পারবে তুমি একটি জীবন দিতে? কোন অধিকারে তোমার একটু সুখের জন্য তাকে দুনিয়ায় দেখার আগে মেরে ফেলবে?? আছে উত্তর কারোর কাছে?? (থাকলে বলেন প্লিজ)🙏🙏🙏

##আমি হাত জোড় করবে যুব সমাজ এবং বোনদের কাছে কখনোই সম্পর্ক টিকানোর জন্য শারিরীক সম্পর্কে জড়িয়ে নিজের পরিবারকে সমাজের কাছে ছোট করিওনা 🙏🙏🙏🙏🙏
##তোমার ভালোবাসার চেয়ে তোমার পরিবার আগে।
কারন তোমার মা বাবা তুমি জন্মের আগে তোমাকে না দেখে ভালোবেসেছে। আর তোমার বয়ফ্রেন্ড ২দিন হয় তোমাকে ভালোবাসে!
সুতরাং কোনো কিছু করার আগে পরিবারের কথাটা আগে ভেবো,,,!
ধন্যবাদ সবাইকে এতো কষ্ট করে পড়ার জন্য 💞💞
আর আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন প্লিজ। কিছু বলার থাকলে কমেন্ট করুন,,।

Sadie story
LikeLiked by 1 person
Thank you 😊
LikeLike